আইন-আদালত

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে নিউক্লিয়াস শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ৪:০৫:৫৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা:
জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যা, নির্যাতন ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং বর্তমানে ভারতে পলাতক আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা—এমনই অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ রবিবার (৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলার সূচনা বক্তব্য উপস্থাপনকালে এ মন্তব্য করেন তিনি।

আদালতের কার্যক্রম শুরুতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলো শুধু বিচারের আওতায় আনাই নয়, ইতিহাসের সামনে সত্য প্রতিষ্ঠার জন্যও এ বিচার গুরুত্বপূর্ণ।”

চিফ প্রসিকিউটর বলেন, “জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলোর একমাত্র লক্ষ্য ছিল শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখা। তিনিই ছিলেন এসব অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস। তাঁর অধীনস্থ ব্যক্তিরা জানতেন, শেখ হাসিনার ক্ষমতায় থাকার ওপরই নির্ভর করছে তাদের ভবিষ্যৎ নিরাপত্তা ও পুরস্কার।”

তিনি আরও জানান, মামলাটির তদন্ত শুরু হয় গত বছরের ১৬ আগস্ট। এরপর ১২ মে তদন্ত প্রতিবেদন জমা পড়ে। ১ জুন মামলার অভিযোগ আমলে নেওয়া হয় এবং ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।

আদালতে তাজুল ইসলাম বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধের প্রমাণ এতটাই সুস্পষ্ট ও নির্ভুল যে বিচারিক সিদ্ধান্তে কোনো সংশয়ের সুযোগ থাকবে না।”

এ সময় আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউশনের অন্যান্য সদস্য, তদন্ত সংস্থার কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে সূচনা বক্তব্যের উপস্থাপন শেষে।

আরও খবর

Sponsered content