ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়।
মানববন্ধন শেষে জমির মালিকরা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছে বৈষম্য নিরসন ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে হাজী মো. শহিদুল ইসলাম, ওবায়দুল ইসলাম পাটোয়ারী, ফরিদ উদ্দিন মিয়া, জালাল উদ্দিন ও আবু জাফরসহ অনেকে উপস্থিত ছিলেন।
জমির মালিকরা অভিযোগ করেন, ৭ ধারা ও ৮ ধারার নোটিশ পাওয়ার পরও তারা মতামত দেওয়ার সুযোগ পাননি। ফলে প্রকৃত ন্যায্যমূল্য নির্ধারণ হয়নি এবং কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা পুনঃতদন্ত করে জমির মূল্য নির্ধারণের দাবি জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জমির মালিকদের দাবি মনোযোগ দিয়ে শুনেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প শুরুর পর থেকেই ক্ষতিগ্রস্ত জমির মালিকরা তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করে আসছেন। তারা হুঁশিয়ারি দেন, অধিগ্রহণকৃত জমির ৮ ধারা প্রত্যাহার করে পুনরায় সার্ভে ও বর্তমান বাজারমূল্যে ক্ষতিপূরণ নির্ধারণ না করা হলে কঠোর আন্দোলন, হরতাল, অবরোধ এমনকি আত্মাহুতির মতো কর্মসূচিও দেওয়া হতে পারে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।