
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীর নওদাপাড়া সংলগ্ন এলাকায় পরিকল্পিতভাবে হামলার শিকার হয়ে গুরুতর আহত ইট-বালু ব্যবসায়ী আফজাল হোসেন-এর দায়ের করা হত্যা চেষ্টার মামলার দুই সপ্তাহ পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার।
আফজাল হোসেন নগরীর শাহ মখদুম থানাধীন বড় বনগ্রাম মহালদারপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
মামলার অভিযুক্তরা হলেন—
বড় বনগ্রাম রোডপাড়া এলাকার রফিকের ছেলে সবুজ (৩৯)
রফিকের মেয়ে শাপলা (৩৩)
সবুজের ছেলে নিরব (১৯)
জীবন দাস (৩৬)
গত ৩ আগস্ট বিকেল পৌনে ৬টার দিকে নওদাপাড়া তারা মসজিদের সামনে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন আফজাল হোসেন। পূর্ব শত্রুতার জেরে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে এবং কাঠ-বাঁশ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে আহত আফজালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী আফজাল হোসেন বলেন,
“আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। কিন্তু আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।”
মামলার তদন্ত কর্মকর্তা শাহ মখদুম থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হাবিবুর রহমান বলেন, আসামিরা শিগগিরই ধরা পড়বে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারি জানান, “আসামিদের ধরতে নিয়মিত অভিযান চলছে। বাদীকেও সঙ্গে রাখা হচ্ছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।