গাজায় আক্রমণ শুরু হওয়ার পর থেকে শুধু জেইতুন ও সাবরা এলাকাতেই এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করেছে ইসরায়েল। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, এসব হামলায় শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
রবিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চলমান গোলাবর্ষণ ও প্রবেশ পথ বন্ধ করে দেওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অসংখ্য নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে, কিন্তু তীব্র আক্রমণের কারণে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে হাসপাতালগুলো বিপুল আহত ও নিহতের চাপে ইতিমধ্যেই ভেঙে পড়েছে।
সিভিল ডিফেন্স বলছে, গাজা সিটিতে অব্যাহত হামলার কারণে উত্তর বা দক্ষিণ— কোথাও আর নিরাপদ আশ্রয় নেই। ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, এমনকি বাস্তুচ্যুত মানুষের ক্যাম্পেও বোমা বর্ষণ চলছে।
আল জাজিরার তথ্য মতে, ইসরায়েলি ট্যাঙ্ক ইতোমধ্যেই সাবরা এলাকায় প্রবেশ করেছে, গাজা সিটি দখলের চেষ্টা চালাচ্ছে। এতে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
সংস্থাটির দাবি, রাফাহর পর এবার গাজা সিটিকেও ধ্বংস করার পরিকল্পনা করছে ইসরায়েল। মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের অভিযান আসলে ফিলিস্তিনিদের গাজা থেকে চূড়ান্তভাবে উৎখাত করার কৌশল হতে পারে।
এদিকে গাজা সিটির আল-জালায়া স্ট্রিটের একটি আবাসিক ভবনে হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জরুরি বিভাগ সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।