শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর) প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৫ , ৫:১৪:৫৪ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত একটি আধুনিক কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মিরাসানী পলিটেকনিক একাডেমি মাঠে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভাপতিত্ব করেন মিরাসানী পলিটেকনিক একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম রুমা, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য এই কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের যুগোপযোগী করে তুলবে। তারা শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সিঙ্গারবীল বাজারসহ বিভিন্ন হাটবাজার, মসজিদ, মাদ্রাসা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।




















