এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ২৪ অক্টোবর ২০২৫ , ৭:৪১:১৮ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবির (৯)। তিনি দক্ষিণপাড়ার বাসিন্দা ভ্যানচালক মিন্টুর ছেলে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, আবির বাড়ির উঠানে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি রাস্তার ওপারে চলে গেলে তা আনতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় চলন্ত একটি ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইজিবাইকটি চালাচ্ছিলেন একই গ্রামের ফিরোজ।
আবিরের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ঘটনার সকালে ফরজ নামাজ আদায় শেষে আবির তার বাবার সঙ্গে দাদার কবর জিয়ারত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করেছিল— যা সে এর আগে কখনও করেনি। এ ঘটনাটি এলাকাবাসীর হৃদয় গভীরে নাড়া দিয়েছে।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হাদিউজ্জামান ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করতে রাজি না হওয়ায় লাশের ময়নাতদন্ত করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।




















