অপরাধ

বাঘায় বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর আটক

  বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ১:০৮:২৫ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘায় দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ নয়ন হোসেন (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক নয়ন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলা বাজার এলাকার ডিগ্রীর চর গ্রামের মামুন মন্ডলের ছেলে।

বাঘা থানা সূত্রে জানা যায়, রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় সোমবার সকাল ১১টার দিকে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় ভ্যানে করে পাশের চারঘাটের দিকে যাচ্ছিল নয়ন। তার ব্যাগ তল্লাশি করলে ফ্রিজে জমানো মাছের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তল্লাশির সময় পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ঘটনাস্থলেই আটক করে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশি অভিযানে অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। অনেকেই এই সফল অভিযানের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান বলেন,“এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে।”

আরও খবর

Sponsered content