সারাদেশ

নওগাঁয় চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টের আদেশ অমান্য ও গভীর নলকূপ দখলের অভিযোগ

  নওগাঁ প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২৭:৫১ প্রিন্ট সংস্করণ

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হাসান মণ্ডলের বিরুদ্ধে হাইকোর্টের আদেশ অমান্য করে একটি গভীর নলকূপ দখলে রাখার অভিযোগ উঠেছে। 

অভিযোগকারী উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শামীম হোসেন জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর অধীনে তিনি “খণ্ডকালীন অপারেটর কাম রেকর্ড কিপার” হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগের অংশ হিসেবে সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলীর দপ্তর থেকে তার জিম্মায় একটি গভীর নলকূপ বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে অভিযোগ অনুযায়ী, চেয়ারম্যান আবু হাসান মণ্ডল ওই নলকূপ জোরপূর্বক দখলে রেখে তাকে কাজে যোগ দিতে বাধা দেন। বাধ্য হয়ে শামীম হোসেন হাইকোর্টে রিট (নম্বর-৮৯২৩/২০২৫) দায়ের করেন। আদালত তার পক্ষে রায় দিলে, বিএমডিএর মহাদেবপুর জোনের সহকারী প্রকৌশলী মোঃ তারিক আজিজ আদালতের নির্দেশ অনুযায়ী গত ৩১ আগস্ট শামীম হোসেনকে পুনরায় নিয়োগ দেন এবং নলকূপ বুঝিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন।

কিন্তু অভিযোগ রয়েছে, চেয়ারম্যান আবু হাসান হাইকোর্টের সেই নির্দেশ উপেক্ষা করে এখনো নলকূপটি দখলে রেখেছেন। শামীম হোসেনের দাবি, তিনি নলকূপ বুঝে নিতে গেলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

এ ঘটনায় শামীম হোসেন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএমডিএর নির্বাহী প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা ও মহাদেবপুর থানার ওসির নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আবু হাসান মণ্ডলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আইনবিদরা বলছেন, হাইকোর্টের আদেশ অমান্য করা গুরুতর দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

আরও খবর

Sponsered content