সারাদেশ

মাধবপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৬

  নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৮:১৪:৫৯ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে মিলাদ মিয়া ও মনোয়ারা বেগমকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে একটি লাল রঙের কুকুর হঠাৎ গ্রামে প্রবেশ করে একের পর এক মানুষকে কামড়ায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এমনকি সচেতনতার জন্য গ্রামে মসজিদে মাইকিং করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, কুকুরটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো পর্যাপ্ত প্রযুক্তি তাদের নেই। তাই এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। দ্রুত সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

আরও খবর

Sponsered content