স্টাফ রিপোর্টার ২০ অক্টোবর ২০২৫ , ৬:৩৮:১৮ প্রিন্ট সংস্করণ
প্রাথমিক বিদ্যালয়ও পাশ করতে না পারা দু’জন তরুণ-তরুণী। অথচ নিজেদের পরিচয় দিয়েছেন “বাংলাদেশের টপ মডেল” হিসেবে। দীর্ঘদিন ধরে নীল (পর্নোগ্রাফি) ভিডিও তৈরি করে বিক্রি করছিলেন আন্তর্জাতিক ডার্ক সাইটে। এভাবে কোটি টাকার অবৈধ আয় গড়ে তুলেছিলেন তারা। সোমবার (২০ অক্টোবর) ভোরে বান্দরবান থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকায় সিআইডি সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জানান, গ্রেফতার দুইজন দীর্ঘদিন ধরে দেশে বসেই পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে বিদেশি প্ল্যাটফর্মে বিক্রি করছিল। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত তারা মোট ১১২টিরও বেশি ভিডিও আপলোড করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
সিআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দরিদ্র পরিবার থেকে উঠে এসেও দ্রুত অর্থ উপার্জনের লোভে নীল ছবির জগতে জড়িয়ে পড়ে। নিজেদের অন্তরঙ্গ ভিডিও ধারণ করে তা বিভিন্ন ডার্ক ওয়েব সাইট ও বিদেশি প্রিমিয়াম সাইটে বিক্রি করতেন। এ ছাড়া প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজন তরুণ-তরুণীকেও এই অন্ধকার ব্যবসায় যুক্ত করেছেন বলে জানা গেছে।
প্রেস ব্রিফিংয়ে সিআইডি আরও জানায়, “পর্নোগ্রাফি ভিডিও তৈরি ও প্রচার আইনত গুরুতর অপরাধ। তাদের বিরুদ্ধে সাইবার অপরাধ দমন আইনে মামলা হয়েছে এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আরেকটি মামলা করা হবে। অবৈধ উপায়ে অর্জিত সম্পদ জব্দে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সিআইডি সতর্ক করে জানায়, “বাংলাদেশে বসে আন্তর্জাতিক ডার্ক সাইটে যারা পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি ও প্রচার করছেন, তারা কেউই ছাড় পাবেন না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”




















