মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৩ অক্টোবর ২০২৫ , ৮:৪৩:০৭ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের তরুণী শেফালী বেগম (২৫) আবারও আলোচনায় এসেছেন, এবার তথাকথিত “ডান্স মডেলিং”-এ অংশ নেওয়ার অভিযোগে। একসময় কমেডি নাটকের অভিনেত্রী হিসেবে পরিচিত এই তরুণী এখন অভিযুক্ত হচ্ছেন উন্মুক্ত পোশাক ও অশালীন ভঙ্গিমায় নাচের প্রদর্শনীতে অংশ নেওয়ার কারণে।

স্থানীয় সূত্র জানায়, ২০২১ সালে শেফালী মাধবপুরের গ্রাম পুলিশ শাজাহান ওরফে শুক্কুর আলীর সঙ্গে কমেডি নাটকে অভিনয় শুরু করেন। তবে অভিনয়ে অশালীনতার অভিযোগে চলতি বছর তাঁকে নাট্যদল থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে তিনি মাধবপুরের রতনপুর এলাকায় বসবাস করছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে রাতের নাচের শো করছেন বলে অভিযোগ উঠেছে।
এইসব নাচের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় শিক্ষক ও ধর্মীয় নেতারা বলছেন, বিনোদনের নামে এ ধরনের কর্মকাণ্ড সমাজের নৈতিক মূল্যবোধ ধ্বংস করছে।
ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল হোসাইন বলেন, “শালীন বিনোদন ইসলামসম্মত, কিন্তু অশালীনতা কখনোই গ্রহণযোগ্য নয়।”
অভিযুক্ত শেফালী বেগমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
স্থানীয়দের দাবি,“সংস্কৃতি হোক শালীন, বিনোদন নয় অশ্লীলতা।” তারা প্রশাসনের কাছে অনৈতিক নাচ-গান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।














