অপরাধ

কালকিনিতে শিশু ধর্ষন চেষ্টা মামলা: প্রতিবেশী এক লম্পট গ্রেফতার

  ইব্রাহিম সবুজ স্টাফ রিপোর্টার মাদারীপুর ২৫ আগস্ট ২০২৫ , ১২:৩০:৩২ প্রিন্ট সংস্করণ

মাদারীপুরে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় ৬০ বছর বয়সী বৃদ্ধসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) সকালে জেলার কালকিনি উপজেলার জজিরা গ্রাম থেকে বৃদ্ধ শাহ আলম ঢ়াড়ী (৬০) ও বিকেলে রাজৈর পৌরসভার নরারকান্দি গ্রাম থেকে যুবক লিটন বেপারীকে (২০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহ আলম কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের বাসিন্দা ও লিটন রাজৈর পৌরসভার ৯ নং ওয়ার্ড নরারকান্দি গ্রামের বাসিন্দা। রবিবার (২৪ আগস্ট) বিকেলে মাদারীপুর আদালতের মাধ্যমে শাহ আলমকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে কালকিনিতে বাড়ির পাশে কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করছিল ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী। এসময় কৌশলে ওই শিশুকে আড়ালে ডেকে নিয়ে যায় বৃদ্ধ শাহ আলম। পরে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার দেয় এবং শাহ আলম দৌড়ে পালিয়ে যান। তার নামে কালকিনি থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। এরপর রবিবার সকালে অভিযান চালিয়ে শাহ আলমের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে মাদারীপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ  করা হয়।

অপরদিকে রাজৈরে শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের বাগানের মধ্যে খেলাধুলা করছিল ৪ বছর বয়সী এক শিশু। এসময় চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে যায় লিটন। পরে তাকে যৌন নিপীড়ন করে। এর কিছুক্ষণ বিষয়টি তার মায়ের কাছে জানায় শিশুটি। পরবর্তীতে শিশুটির পিতা বাদি হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি লিটনকে রবিবার (২৪ আগস্ট) বিকেল ৫ টার দিকে অভিযান চালিয়ে রাজৈর পৌরসভার নরারকান্দি থেকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, “শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় থানায় মামলা হলে আসামি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, থানায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। ইতোমধ্যে আসামি লিটনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল মাদারীপুর আদালতে প্রেরণ করা হবে।

আরও খবর

Sponsered content